নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বরঃ রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকেই হানিপ্রীতকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবার হানিপ্রীতের বিরুদ্ধে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। রামরহিমের সাজা ঘোষণার সময় গোটা হরিয়ানায় যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তার পেছনে ১.২৫ কোটি টাকা দিয়ে মদত দিয়েছিলেন হানিপ্রীত। রাম রহিমেরর গাড়ির চালককে জেরা করতেই উঠে এসেছে এই তথ্য।
অন্যদিকে, ৩৮ দিন ধরে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়িয়ে পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন হানিপ্রীত। এই ৩৮ দিনের মধ্যে ১৭ বার মোবাইল ফোনের সিমকার্ড বদলে ফেলেছেন হানিপ্রীত। এরমধ্যে তিনটি সিমকার্ড ছিল আন্তর্জাতিক। তাই কোন দেশে হানিপ্রীত লুকিয়ে রয়েছেন, তা বুঝতে কালঘাম ছুটছিল পুলিশের।
পুলিশের দাবি, জেরায় সম্পূর্ণ সহযোগিতা করছে না হানিপ্রীত। কখনও মিথ্যা বলছে। কখনও সত্য গোপন করে বিভ্রান্ত করছে। তাই তাঁর নারকো টেস্ট করানোর কথা ভাবা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kvjpfT
October 07, 2017 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন