বাংলাদেশীদের জন্য সহজ করা হলো ভারতীয় ভিসা

সুরমা টাইমস ডেস্ক:: বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। আগামী ১০ই অক্টোবরের পর থেকে ভ্রমণ ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিরপুর রোড এ অবস্থিত আইভিএসি’তে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ভ্রমণ ভিসা আবেদনকারীদের ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট জমা দেওয়ার প্রয়োজন নেই।

ভ্রমণ ছাড়া সরাসরি স্কিমের অন্য ভিসা ক্যাটাগরি যেমন- মেডিকেল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে ভ্রমণ ভিসা আবেদনপত্র জমার বিষয়টি আগের মতোই বলবৎ থাকবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2geR88N

October 06, 2017 at 12:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top