লিভারপুল, ১৪ সেপ্টেম্বরঃ দেশের জার্সি গায়ে লড়াইটা আপাতত শেষ। এবার ক্লাব জার্সিতে মাঠে নামতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রায় সিংহভাগ দলের ফুটবলারলা। শনিবার জমজমাট ম্যাচে মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণ। আর তা নিয়েই উত্তেজনার পারদ চড়ছে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত এই নর্থ-ওয়েস্ট ডার্বির আগে ফুটছে দু’পক্ষই।
ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মরসুমে সাত ম্যাচের পর জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রয়েছে ২ নম্বরে। রোমেলু লুকাকুদের দলের পয়েন্ট ১৯। সমসংখ্যক ম্যাচের পর লিভারপুলের পয়েন্ট ১২। লীগ তালিকায় ক্লপের দল এই মুহূর্তে রয়েছে ৭ নম্বরে। ফলে ফুটবল বিশেষজ্ঞদের মতে, অ্যানফিল্ডে ঘরের মাঠে শনিবার না জিতলে সমস্যায় পড়তে পারেন লিভারপুল। গত বছর অ্যানফিল্ডে এই ম্যাচটাই গোলশূন্য ড্র হয়েছিল। ফলে এ বার দুই কোচই জিততে মরিয়া।
একই দিনে মাঠে নামতে চলেছে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। তাদের প্রতিপক্ষ স্টোক সিটি। চোট সারিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন তারকা আগুয়েরোর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ggv68G
October 14, 2017 at 04:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন