কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে শুক্রবার কঠিন চীবর দানোৎসব ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএম, এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বৌদ্ধ সার্ধিকের কাহিনী বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, আমি প্রতিবছর আমার নিজ এলাকায় আলীশ্বর শান্তি নিকেতনে এসে খুবই আনন্দিত। বৌদ্ধ ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিসংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ। সকল ধর্মের মানুষ এখানে ভাই ভাই। সকলে মিলেমিশে সুখী শান্তিতে বসবাস করছে। আপনারা সবাই ভাল থাকুন আমি আপনাদের পাশে আছি ও থাকবো।
উক্ত অনুষ্ঠান ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে বৌদ্ধ পূজা ও সংঘদান, ভিক্ষু সংঘের পিন্ড দান, মঙ্গলাচরন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে পবিত্র কঠিন চীবন দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন-২০১৭খ্রিঃ কঠিন চীবরদানোৎসব অনুষ্ঠানটি পালিত হয়েছে। অনুষ্ঠান সূচীর শেষে সন্ধ্যায় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিশ্বে শান্তি কামনায় ফানুস উড্ডয়ন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা বা ভাদ্র মাসের পূর্ণিমা পালনের এক মাসের মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়।
ধর্মাবলম্বীগণ পূণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন।
The post বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ —লোটাস কামাল appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2ygrvfn
October 13, 2017 at 06:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন