বিশ্বনাথ ( সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে বিআরডিবি মিলনায়নে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক-আলোপ আলোচনা হয়। সভার শেষ পর্যায়ে বিশ্বনাথ উপজেলা সদরের শ্রী শ্রী শনির মন্দির নিয়ে দুই পক্ষের বিরোধ নিস্পতি করার সিন্ধান্ত গৃহিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নূরুন্নাহার ইয়াসমিন, জ্যোৎন্সা বেগম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খন্দকার গোলাম শওকত, নবাগত উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এম এ আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নূরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, পিআইও কর্মকর্তা শফিক উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, উপজেলা পরিষদের বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সাহা, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ilSaUa
October 19, 2017 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন