অবশেষে বিলি হল ‘সবুজসাথী’র ২০০০ সাইকেল

রায়গঞ্জ, ৩০ অক্টোবরঃ মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘সবুজ সাথী’র প্রকল্পে ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য বরাদ্দ সাইকেল খোলা আকাশের নীচে মাঠে পড়ে থেকে নষ্ট হচ্ছিল। এমন খবর সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর সংলগ্ন দেবীনগর মহারাজা হাইস্কুলে দীর্ঘদিন ধরে পড়ে ছিল প্রায় হাজার দুয়েক সাইকেল। খবর চাউর হতেই শুরু হয় সাইকেল বিলির কাজ। সোমবার জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রত্যেকটি স্কুল পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেয় জেলা প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ। এদিন মহারাজা জগদীশনাথ হাইস্কুল ক্যাম্পাসে হাতিয়া হাইস্কুল, কৈলাস স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। জেলাশাসক আয়েশা রানি এ বলেন, স্কুলগুলোতে পুজোর ছুটি থাকায় বন্ধ ছিল স্কুলগুলি। তাই এতদিন বিলি করা যায়নি সাইকেল। তাই স্কুল খুলতেই নির্দেশ ছিল আজকের মধ্যে সমস্ত সাইকেল বিলি করার।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yWqXvx

October 30, 2017 at 05:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top