ফালাকাটা, ১০ অক্টোবরঃ রেলকর্মীর গাফিলতির জেরে দাঁড়িয়ে থাকা মালগাড়ির গার্ডভ্যানে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গেল আস্ত একটি রেল ইঞ্জিনের সামনের অংশ। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা স্টেশনে। দুর্ঘটনায় কেউ জখম না হলেও, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এক উচ্চপর্যায়ের তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ওই মালগাড়ির গার্ড ও ফালাকাটা স্টেশনের এক কর্তব্যরত পয়েন্টসম্যানকে। এই দুর্ঘটনার জেরে ফালাকাটা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। রেল সুত্রে খবর, ঘটনায় কেউ হতাহত না হলেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাধুনিক ইঞ্জিনটি। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, কর্মীর ভুলেই ফালাকাটায় দুর্ঘটনাটি ঘটেছে। তাই গার্ড ও পয়েন্টসম্যানকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কারোর গাফিলতি রয়েছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।’
সংবাদদাতাঃ সুকমল ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yEqC3v
October 10, 2017 at 09:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.