দুই বছরও হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। এ অল্প সময়েই বিশ্ব ক্রিকেটের দৃষ্টি কেড়েছেন রশিদ খান। দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের নামীদামি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে। এতেও তৃপ্তি মিটছে না এ আফগান তুর্কির। মিটবে কেন? তার চোখে তো আকাশছোঁয়া স্বপ্ন? যার স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা তিনি তো এত অল্পতে সন্তুষ্ট হতে পারেন না। হ্যাঁ, ঠিক এমনই স্বপ্ন দেখছেন ১৯ বছরের বিস্ময়। ২০১৫ সালের ১৮ অক্টোবর ওয়ানডে ক্রিকেট জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের হয়ে অভিষেক ঘটে রশিদের। প্রথম দর্শনেই মুগ্ধ করেন দেশের নির্বাচকদের। এতে টি-টোয়েন্টি দলে ঢোকারও দরজা খুলে যায় তার। পরের বছরের ১ অক্টোবরই ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়ে যায় এ লেগ স্পিনারের। এরপর ক্রমেই আদর্শ স্পিনার হয়ে উঠেন তিনি। এখন তো রীতিমতো প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। বর্তমানে বিশ্বের যেকোনো ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ড্রাফটের তালিকার প্রথম সারিতে থাকেন রশিদ। বিপিএল, আইপিএল, সিপিএল মাতানোর পর এবার বিগ ব্যাশ মাতাতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এ মায়াবী ঘাতক। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকারের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অজি কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি। রশিদে ভীষণ মুগ্ধ তিনি। কাছ থেকে এখনো দেখার সুযোগ না হলেও হবু শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন এ কোচ। স্ট্রাইকারে এ লেগ স্পিনারের যোগদানকে বড় অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন কিংবদন্তি পেসার। গিলেস্পি বলেন, তার (রশিদ) বোলিংয়ে দারুণ বৈচিত্র্য আছে। সে যেভাবে বল করে তা ব্যাটসম্যানদের পড়া খুবই কঠিন। এজেন্সি ফ্রান্স প্রেসকে (এএফপি) রশিদ বলেন, আমি আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এটিই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। দেশের হয়ে যখন খেলতে নামেন তখন জয় ছাড়া কিছুই ভাবেন না এ তরুণ। সর্বস্ব দিয়েই লড়াই চালিয়ে যান। তিনি বলেন, আমার দেশের হয়ে জয় ছিনিয়ে আনতেই আমি মাঠে নামি। বিশ্ব মঞ্চে আফগানিস্তানকে গর্বিত করতে চাই। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড় ও দলগুলোর সঙ্গে খেলতে চাই। তাদের মাটিতে তাদেরই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। এআর/১৮:০৮/০৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xYryhw
October 05, 2017 at 12:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top