পচেফস্ট্রুম, ০১ অক্টোবর- ব্যাটে বলে সমান নৈপুণ্যের প্রদর্শনী দেখালেন বাংলাদেশের লিটল মাস্টার নামে খ্যাত ব্যাটসম্যান মুমিনুল হক। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৭ রানের কার্যকরী ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতেও নিজেকে প্রমাণ করলেন এ অর্থোডক্স স্পিনার। প্রোটিয়া শিবিরে একের পর এক আঘাত হেনেছেন মুমিনুল। প্রথমে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে ৮১ রানে সাজঘরে ফিরিয়ে ১৪২ রানের জুটি ভাঙেন মুমিনুল। এরপর বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টির পর খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকা শিবিরে উপর্যুপরি আঘাত হানেন এ লেগি। লিটন দাসের দারুণ কিপিংয়ে ৭১ রানে টেম্বা ভাবুমা ও ৮ রানে কুইন্টাইন ডি কককে সাজ ঘরে ফেরান মুমিনুল। মাত্র ৬ ওভার বোলিং করে ৩ উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। লিড পেয়েছে ৪২৩ রানের। আর/১৭:১৪/০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x6Wd8P
October 02, 2017 at 12:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন