নগরীতে র‌্যাবের হাতে ভারতীয় মদসহ ০৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা বাগান থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা থেকে ১২৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদসহ ৪জনকে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) সকাল ৬টার দিকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

গতকাল বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদেরকে বিমানবন্দর থানা পুলিশ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- গোয়াইঘাটের আঙ্গারজোর গ্রামের হাজী ময়না মিয়ার ছেলে জাহেদুল ইসলাম (২৯), কোম্পানীগঞ্জের মাশাকার গস্খামের মৃত আরদান আলীর ছেলে জয়নুদ্দিন (২৮), একই উপজেলার রাজপুর গ্রামের আব্দুর খালেকের ছেলে ফয়জুর রহমান (২০),খাগাইল গ্রামের শহিদ মিয়ার ছেলে সবুর আহমদ (২০)।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yEcI0p

October 20, 2017 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top