কুমিল্লার হয়ে বিপিএল খেলতে এলেন রশিদ ও বাটলার

কুমিল্লার বার্তা ডেস্ক ● বৈশ্বিক টি-টুয়েন্টি লিগগুলোর জন্য আফগানিস্তানের যুবা লেগ স্পিনার রশিদ খান অনেক বড় নাম। মাত্র ১৯ বছর বয়সেই এই সেনসেশনাল বোলার নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। আর টি-টুয়েন্টির একজন বিগ হিটার হলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় জস বাটলার। সীমিত ওভারের ক্রিকেটে দারুণ কার্যকর এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

দুজন প্রতিভাবান ক্রিকেটারকে একই ছাদের নিচে এনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের পঞ্চম আসর তারা মাতাবেন কুমিল্লার হয়েই।

বিপিএলে অংশ নেয়ার জন্য সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছান রশিদ। গেলবার একই দলের হয়ে খেলেছেন রশিদ। তার আগে সকাল আটটায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন বাটলার। তার জন্য এটিই প্রথম বিপিএল অভিজ্ঞতা। দুজন ক্রিকেটারই মঙ্গলবার সিলেটে যাবেন দলের সাথে অনুশীলনে যোগ দিতে। তামিম ইকবালের অধিনায়কত্বে এবার মাঠে নামছে কুমিল্লা। ২৬ অক্টোবর থেকে তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু করেছে। দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

২০১৫ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সেবার অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার দল ছেড়ে গেছেন তিনি। যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

পঞ্চম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আইকন: তামিম ইকবাল
দেশি ক্রিকেটার: ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী ও মেহেদী হাসান।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, ইমরান খান জুনিয়র, ফখর জামান, জস বাটলার, মোহাম্মদ নবী, রশীদ খান, কলিন মুনরো, মারলন স্যামুয়েলস, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও সলোমন মায়ার।

The post কুমিল্লার হয়ে বিপিএল খেলতে এলেন রশিদ ও বাটলার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yXTVLL

October 30, 2017 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top