শিবগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় নাদিম আলীর আদালতে স্বীকারোক্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিবগঞ্জ পৌর এলাকার লাগাদপাড়া গ্রামের সাদেক আলী ওরফে সাদু খলিফার ছেলে নাদিম আলী ওরফে রঞ্জু (৪০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আমলী ‘খ’ আদালতে রঞ্জু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে লাগাদপাড়া গ্রামের ১২ বছর বয়সী শিশুকে রঞ্জুর বাড়ির পার্শ্বে বিশু আলীর আমবাগানে কৌশলে ডেকে সে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে এসে মা-বাবাকে ধর্ষণের বিষয়টি জানায়। পরদিন শনিবার বিকেলে শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়। পুলিশ তাৎক্ষণিক ধর্ষণের অভিযোগে রঞ্জুকে তার নিজ বাড়ি থেকে আটক করে। পরে থানায় শিশুটির পিতা মামলা দায়ের হয়। যার নম্বর- ৫২ তারিখ- ২১/১০/১৭।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু এরআগেও ওই মেয়েকে কৌশলে ডেকে ধর্ষণ করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এদিকে ধর্ষিতা শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২২-১০-১৭




from Chapainawabganjnews http://ift.tt/2yAWDJd

October 22, 2017 at 10:14PM
22 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top