নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ সদর হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছে এক পাষন্ড মা। এ নিয়ে ৩ দিন যাবত হাসপাতাল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামে ফয়েজ মিয়ার স্ত্রী আজিমা আক্তার নামে এক মহিলা প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর আজিমা একটি পুত্র সন্তান লাভ করে। ৩ দিন লালন পালন করে শুক্রবার সন্ধ্যায় পাশের বিছানায় সাফিয়া বেগম (কুলসুমা) নামে এক মহিলার কুলে নবজাতককে দিয়ে বাথরুমে যায়। এরই মধ্যে ৩ দিন অতিবাহিত হলেও শিশুটির মা আর ফিরে আসেনি। এ নিয়ে কুলসুমা বেগম হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করার পর সমাজ সেবার মাধ্যমে শিশুকে চিকিৎসা সেবাসহ যাবতীয় ঔষধপত্র দেয়া হয়। অপর দিকে খবরটি ছড়িয়ে পড়লে নবজাতক পুত্র সন্তানটিকে দত্তক নেয়ার জন্য দিনভর বিভিন্ন এলাকা থেকে দম্পত্তিরা হাসপাতালে এসে ভীড় জমায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুর মায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। ফিরে না আসলে সমাজ সেবা অফিসের মাধ্যমে শিশু পরিবারে দেয়া হবে। খবর পেয়ে সদর থানা ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির খোজ খবর নেন। এ সময় তিনি জানান, ভর্তি খাতা অনুযায়ী শিশুর মা আজিমা আক্তারের বাড়িতে বাহুবল থানার মাধ্যমে খবর নেয়া হবে। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার বজলুর রহমান জানান, শিশুকে চিকিৎসা সহ যাবতীয় সেবা দেয়া হচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yIWukK
October 23, 2017 at 07:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.