ছুঁয়ে দিলে মন, কিস্তিমাতসহ একাধিক ছবি করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তবে সদ্য মুক্তি পাওয়া ঢাকা অ্যাটাক নিয়েই চলছে সবচেয়ে বেশী আলোচনা। এ ছবির মাধ্যমে আরিফিন শুভ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় জায়গাটা দখল করতে যাচ্ছেন বলে অভিমত অনেকের। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আরিফিন শুভর এর আগে ছুঁয়ে দিলে মন, কিস্তিমাত, মুসাফির অনেক ভাল চলেছিল। কিন্তু এরকম একটা হিট দরকার ছিল, যেটা কিনা ইন্ডাস্ট্রিতে তাকে স্থান করে দিবে। তার ছবিও যে সুপারহিট হয় এবং শুধু যে শাকিব খান না তারও উপর ভরসা করা যায় এটা এ ছবিতে প্রমাণিত। নওশাদ বলেন, শাকিব খান তো অনেক বছর রাজত্ব করছে। এই মুহুর্তে বলতে পারি খুব বেশি দেরি নাই এক নম্বর অবস্থানে যাবে শুভ। সেক্ষেত্রে তাকে একটু সতর্কভাবে পথ চলতে হবে। শুভ কিংবা শাকিব না শুধু ইন্ডাস্ট্রিতে আরও নায়ক-নায়িকা উঠা দরকার, যাদের ছবি আমরা ভরসা করে চালাতে পারি। যাদের ছবি দর্শকরা দেখতে দল বেধে আসবে। বুকিং এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শাকিব খান এখনও বাংলাদেশের সিনেমাতে একচেটিয়া। তবে আরিফিন শুভ যদি ঢাকা অ্যাটাকর মত এরকম হিট ছবি টানা তিন-চারটা দিতে পারে তাহলে সে শাকিব খানের সাথে শক্ত প্রতিন্দ্বন্দ্বিতা করবে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:১০/ ১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kPoM9W
October 15, 2017 at 05:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন