কলকাতা, ১৩ অক্টোবরঃ এবার প্রতিবাদে পথে নামলেন নাট্যকর্মীরা। বেলা ৩টে থেকেই সরগরম কলকাতার অ্যাকাডেমি চত্ত্বর। বর্ধমানে সরকারি ব্যবস্থাপনায়, মিনার্ভা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রশিক্ষণশালার প্রশিক্ষক প্রেমাংশু রায়ের প্রকাশ্যে মদ্যপান ও ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদে গত দুদিন ধরে সরগরম ছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আজ তারই প্রতিবাদ সভা অ্যাকাডেমির সামনে। এরমধ্যেই বহু নাট্য কর্মী ভিড় জমিয়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি, পোস্টার লেখা চলছে। প্রতিবাদপত্র পাঠিয়েছেন, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ, পৌলমী চট্টোপাধ্যায়, মিশকা হালিম, তৃণা দাসের মত বহু নাট্য ব্যক্তিত্ব।
উপস্থিত রয়েছেন, দস্তিদার, প্রবীর গুহ, খেয়ালি সেন,প্রবীর গুহ, চন্দন সেন সহ অনেকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2z57xnb
October 13, 2017 at 06:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন