উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ পরনে জিন্স আর জ্যাকেট। স্কার্ফে ঢাকা মাথা। জনবহুল রাস্তায় হেঁটে যাচ্ছেন এক তরুণী। ছবিটির নীচে ক্যাপশনে না কি লেখা রয়েছে, ‘মালালা ইউসুফজাই ইন ইউকে।’ ভাইরাল হওয়া এই ছবি ঘিরে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তা সত্যিই মালালা কি না, তার সত্যতা এখনও যাচাই করা যায়নি। কিন্তু, তা সত্ত্বেও মালালাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকে। তবে এদিকে সমালোচনার পাশাপাশি অনেকে মালালার সমর্থনেও মুখ খুলেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kYhuRc
October 18, 2017 at 08:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন