নয়াদিল্লি ও মুম্বই, ৬ অক্টোবরঃ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করল ভারত। শুরুটা বেশ সাবধানে করেছিল দু-দলই। কিন্তু প্রথমার্ধের ১৫ মিনিট আগে পেনাল্টি পেয়ে বসে আমেরিকা। বক্সের ভেতরে জিতেন্দ্র বিপক্ষ দলের খেলোয়াড়ের জার্সি টানায় রেফারি পেনাল্টি দেয়। গোল করতে ভুল করেনি আমেরিকার অধিনায়ক সার্জেন্ট(৩০’)। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু ৬ মিনিট পরে দুরকিনের(৫১’) একটি শট ভারতীয় ডিফেন্সে রিফ্লেক্ট হয়ে গোলে ঢুকে যায়। ২-০ তে পিছিয়ে পরেও হার না মানা মানসিকতা নিয়ে লড়তে থাকে নীল জার্সিধারীরা। কোমল ও অনিকেতের পা থেকে বেশ কিছু স্কিলের ঝলকানি দেখা যায়। কিন্তু সেগুলো গোল লাইন ছুঁতে পারেনি। ৮৩ মিনিটের মাথায় বল বার পোস্টে না লাগলে প্রথম গোলটি পেয়ে যেত ভারত। কিন্তু সেই বলটি ধরে ডিফেন্স ফাঁকা পেয়ে কাউন্টার গোল করে কার্লেটন(৮৪’)।
অন্যদিকে, মুম্বইতে জমজমাট ম্যাচে প্যারাগুয়ে ৩-২ গোলে হারিয়ে দিল মালিকে। প্যারাগুয়ের হয়ে গোল করে গেলানো(১২), সাঞ্চেজ(১৭), রডরিগেজ(55)। মালির হয়ে ২ টি গোল করে ড্রানে(২০) ও লাসানে(৩৪)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yw8pEY
October 06, 2017 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন