সারা দেশে ১০টি কারিগরি প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রর মধ্যে তিনটিই সিলেটে-অর্থমন্ত্রী

সুরমা টাইমস ডেস্ক:: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, কারিগরি প্রশিক্ষণ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়ক ভূমিকা পালন করছে। দেশের প্রত্যেক নাগরিকরা যাতে নিজ পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্য নিয়ে শেখ হাসিনা সরকার কাজ চালিয়ে যাচ্ছে। সারা দেশে ১০টি কারিগরি প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে রয়েছে ৩টি।

অর্থমন্ত্রী শুক্রবার সিলেট নগরীর চৌহাট্টায় বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উন্নয়ন কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক আহসান হাবিবের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক শেফা ফেরদৌস, ইলেকট্রিক্যাল চিফ ইন্সপেক্টর নাজিম আহমদ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yOa3ie

October 01, 2017 at 12:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top