ঢাকা, ১২ অক্টোবর- আজ বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আজ বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এই অভিযোগ গঠন করেন। আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামিম জানান, আগামী ২১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। সানির আইনজীবী জুয়েল আহম্মেদ জানান, সানি নির্দোষ দাবি করে আদালতের কাছে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। কিন্তু বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন। গত ৬ এপ্রিল তদন্ত কর্মকর্তা (আইও) মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া খান ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এস এম মাসুদুজ্জামানের আদালতে সানির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। নাসরীন সুলতানা নামের এক নারীর দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এই মামলায় আরাফাত সানি জামিনে রয়েছেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তিনি জামিন পেয়ে মুক্ত আছেন। এই মামলায় সানিকে নির্দোষ বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। ২২ জানুয়ারি সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় একদিনের রিমান্ডও ভোগ করেছেন সানি। এরপরে বেশ কিছুদিন কারাগারে আটক ছিলেন তিনি। তথ্যসূত্র: এনটিভি এআর/২০:২৫/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i6PE48
October 13, 2017 at 02:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top