মুম্বাই, ১৬ অক্টোবর- সবচেয়ে কম বয়সী অভিনেতা হিসেবে রেকর্ড করে ঐতিহ্যবাহি মাদাম তুসো জাদুঘরে স্থান করে নিতে যাচ্ছেন বলিউডের তরুণ তারকা বরুণ ধাওয়ান। ২০১২ সালে বলিউডে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি দিয়ে অভিষেক হওয়া তারকা এতো স্বল্প সময়ে মাদাম তুসো জাদুঘরে স্থান করে নেয়াটা বিস্ময়কর। সম্প্রতি মাদাম তুসো জাদুঘরের হংকং শাখার একদল ভাস্কর মুম্বাই আসেন। এবং সেখানে তারা বরুণের শরীরের ২০০ রকমের পরিমাপ নেন। মাদামতুসো জাদুঘর তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, চলতি বছর বরুণ ধাওয়ানের পক্ষে সর্বোচ্চ সংখ্যাক ভোট পড়ায় তারা বরুণের মোমের মূর্তি তৈরির এ পদক্ষেপ নিয়েছে। এর আগে ভারত থেকে মহাত্মা গান্ধী, নরেন্দ্র মোদি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মধুবালা ও মাধুরী দীক্ষিতের মোমের মূর্তি স্থান পেয়েছে মাদামতুসো জাদুঘরে। সেইসব কিংবদন্তিদের তালিকায় নিজের নাম যুক্ত হচ্ছে দেখে উচ্ছসিত বরুণ তার টুইটারে জানিয়েছেন, মাদাম তুসোতে স্থান পাওয়াটা প্রচুর সম্মানের। সম্প্রতি মুক্তি পেয়েছে এ তারকার জড়ুয়া ২ ছবিটি। ছবিটিতে তার সঙ্গে আরো ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও তাপসী পান্নু। সূত্রঃ জাগোনিউজ২৪.কম আর/১৭:১৪/১৬ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yrJe5x
October 17, 2017 at 12:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন