ঢাকা, ০৩ অক্টোবর- ২০০২ সালে গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় ইতিহাস মুক্তি পেয়েছিল। ছবিটিতে কাজী মারুফের বোনের চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে অভিনয় করতে দেখেছেন দর্শক। দীর্ঘদিন পর আবারো এই নির্মাতার ছবিতে মৌসমী অভিনয় করতে যাচ্ছেন। আগামী নভেম্বরেই ছবিটির শুটিং শুরু হবে। এই ছবিতে মৌসুমীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেবন ঢালিউড কিং শাকিব খান। গেল বছর ক্যারিয়ারের ৪৯ তম ছবি পারচালনা করেছেন কাজী হায়াৎ। গুণী এই নির্মাতার ৫০ তম ছবি হতে যাচ্ছে আমার স্বপ্ন আমার দেশ। এই ছবিতেই শাকিবের বোন হিসেবে পর্দায় হাজির হবেন মৌসুমী। ছবিটি প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, জাতির বিবেক বলা হয় আপনাদের; অর্থাৎ সাংবাদিকদের। এখন লক্ষ করলেই দেখা যাবে একটুতে একটু হলেই সাংবাদিকদের ওপর চলছে নির্যাতন। এমনকি তাদেরকে মেরেও ফেলা হচ্ছে। আমার ৫০তম ছবির গল্প এই সব বিষয় নিয়ে। আপনারা জানেন শুরু থেকেই আমার প্রতিটি ছবিতেই কোনো না কোনো মেসেজ দেয়ার চেষ্ঠা করি। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না। অতিতের মতো পরিচালনার পাশাপাশি ছবিটিতে আমাকে অভিনয় করতেও দেখবেন দর্শক। আমি প্রথমে একজন স্কুল শিক্ষক থাকি। শিক্ষকতা থেকে অবসর নিয়ে একটি পত্রিকার কলাম লিখি। একদিন একটি এম এল এম কোম্পানির বিরুদ্ধে তাদের বেআইনি কাজকর্ম সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করি। এরপর কোম্পানিটির মালিক আমার চাকরি খেয়ে দেবার হুমকি দেন। তার এমন আচরণের বিষয় নিয়ে পুনরাই আরেকটি সংবাদ প্রকাশ করি। এরপর তার কথায় আমার পত্রিকার মালিক আমাকে চাকরি থেকে বের করে দেন। তখন আমি নিজেই একটি পত্রিকা বের করি। এরপর শুরু হয় আমার সঙ্গে সমাজের নিষিদ্ধ মানুষদের সংঘাত। একটি পর্যায় তাদের হাতে আমাকে মৃত্যুবরণ করতে হয়। এমন সময় আমার উচ্চশিক্ষিত ছেলে (শাকিব খান) প্রতিবাদি হয়ে ওঠে।-এভাবেই কাজী হায়াৎ তার ৫০ তম ছবির গল্প শুনিয়েছেন। ইতোমধ্যেই শাকিব খান ও মৌসুমী ছাড়া ওমর সানী ও অমিত হাসানকে চূড়ান্ত করা হয়েছে ছবিটিতে অভিনয়ের জন্য। এছাড়া সম্ভাব্য শিল্পীর তালিকায় রয়েছে শবনম বুবলীর নাম। সব কিছু ঠিক থাকলে বুবলিকে শাকিবের বিপরীতে দেখতে পারেন দর্শক। এআর/১৭:৫৬/০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fG3yFX
October 03, 2017 at 11:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top