লাস ভেগাস, ৩ অক্টোবরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তর হামলার সাক্ষী রইল লাস ভেগাস। গতকাল রাতে লাস ভেগাসের সংগীত সম্মেলনে চলল বন্দুকবাজের এলোপাতাড়ি গুলি। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। আহত হয়েছে ৫০০-র বেশি।
১০০ রাউন্ড গুলি চালিয়েছে হামলাকারী। কনসার্ট রুম থেকেই হামলাকারীর মৃতদেহ পায় পুলিশ। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তবে এফবিআইয়ের দাবি, হামলায় জঙ্গিযোগ নেই।
লাস ভেগাসের নাইটক্লাবের এই ঘটনা সবচেয়ে ভয়াবহতম একক হামলা। এই ঘটনার দীর্ঘক্ষণ পর নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই টুইটের ভাষা নিয়ে তোলপাড় মার্কিন মলুক। ভুল ভাষা ব্যবহার করায় প্রেসিডেন্টকে ঘিরে কটাক্ষে ভরিয়ে দিচ্ছেন আম মার্কিনীরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xURVVE
October 03, 2017 at 02:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন