নয়াদিল্লি, ৭ অক্টোবরঃ ৫০ হাজার টাকার উপর সোনার গয়না কিনতে আর প্যান ( পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর) দিতে হবে না। সেই সীমা বাড়িয়ে অন্য সামগ্রীর মতোই ২ লক্ষ টাকা করা হচ্ছে। গত শুক্রবারই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৩ আগস্ট সোনার গয়না কেনার ক্ষেত্রে ৫০ হাজার টাকা উপরে হলেই প্যান লাগবে বলে নির্দেশ জারি হয়েছিল। তনিস্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সন্দীপ কুলহল্লি বলেছেন, ৫০ হাজার টাকা উপর সোনার গয়না কেনাকাটায় প্যান বাধ্যতামূলক থাকার ভালোরকম প্রভাব পড়ছিল এই শিল্পে। এবার আমরা আশা করছি স্বর্ণশিল্পে বৃদ্ধির হার বাড়বে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2fRv6IJ
October 07, 2017 at 08:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন