সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, দক্ষিণ সুরমায় সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। তা অর্থমন্ত্রীর নজরেও আছে। এটি শুধু দক্ষিণ সুরমার নয়, পুরো সিলেটবাসীর সমস্যা। এ নিয়ে সিসিকের সাথে একাধিকবার আলোচনা হয়েছে। একটি বিজ্ঞানসম্মত সমাধান দরকার। আশা করি দ্রুত সমাধান হবে।
২৫শে অক্টোবর বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, সিলেট-সুলতানপুর সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সড়ককে যাতায়াত উপযোগি করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। পল্লী বিদ্যুতের প্রতি মানুষের অভিযোগ অন্তহীন। সমস্যা উত্তোরণে কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। দক্ষিণ সুরমা উপজেলাকে সদর দক্ষিণ উপজেলা নামকরণ করতে সকল জনপ্রতিনিধিদের একমত থাকতে হবে। শীলং তীর খেলায় যুব সমাজ সর্বশান্ত হয়ে যাচ্ছে। তীর খেলার অ্যাপ বন্ধে বিটিআরসিকে চিঠি দেওয়া হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের ও ডিজিটাল দেশ গড়তে সরকারের উন্নয়ন ভাবনা রয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আপনারা সমস্যা চিহ্নিত করে অবগত করেছেন। আমরা চেষ্টা করব তা দ্রুত সমাধান করতে।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহিদ।
বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান, ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজম খান, দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল, মোগলা বাজার থানার ওসি আনোয়ারুল হোসাইন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন কবির, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ এনাম। উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচএম খলিল, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দ্রন দত্ত, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, আওয়ামীলীগ নেতা শাহ ছমির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদা খাতুন রেখা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায় প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দক্ষিণ সুরমা ফাউন্ডেশন ও দক্ষিণ সুরমা লাইব্রেরীর উদ্বোধন করেন প্রধান অতিথি ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yKoap7
October 25, 2017 at 10:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন