কুমিল্লায় আইটি পার্ক হবে —লোটাস কামাল

হুমায়ন কবির মানিক ● পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। কুমিল্লার উন্নয়নে অনেক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কুমিল্লায় আইটি পার্ক স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা-নোয়াখালী সড়কের ফোর লেনের কাজ শুরু হচ্ছে।

শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই সে ধারণা মনে প্রাণে বিশ্বাস করে দেশবাসী। তাই দেশ ও জাতির উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই।

মন্ত্রী বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমাকে আরেকবার সুযোগ দিন। আজকের সভাটি ব্যাক্তিক্রম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দিয়েছেন। আগামী এক বছর কি করা হবে, আওলামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের অবহিত করা। আমি সদর দক্ষিণ এবং লাকসামের লোক ছিলাম। আমার ভাগ্য অনেক ভালো। আমি নাঙ্গলকোট থেকে নির্বাচন করে এমপি হয়েছি। আমি প্রত্যাশা যা করেছি, তার চেয়ে বেশি পেয়েছি। সবাই আমাকে পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছেন।

তিনি বলেন, যেদিন নাঙ্গলকোটের মানুষের হাহাকার থাকবে না, রাস্তাঘাট, বিদ্যুৎ সমস্যা থাকবে না। সেদিন আমি মন্ত্রী হবো। এক হাত জায়গাও পাবেন না, যেখানে আওয়ামীলীগ সরকারের হাত পড়ে নাই। আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম এবং থাকবো। সারাদেশের কোথায়ও যদি গ্যাস সংযোগ দেয়া হয়, সেটা প্রথমে হবে নাঙ্গলকোটে। আমি মন্ত্রী হবার আগে যা ছিলাম, এখনো তাই আছি। আমার আমলে কোথাও কোন হামলা-মামলা হয়নি অথচ জোট সরকারের আমলে আমার নেতাকর্মীদের নামে অনেক মামলা, হামলা, লুটপাট হয়েছে। আগুনে পুড়িয়ে দিয়েছে অনেক বাড়িঘর। লুটপাট করা হয়েছে ব্যবসা-বাণিজ্য।

তিনি বিগত জোট সরকারের আমলের সাবেক নাঙ্গলকোট এবং সদর দক্ষিণের দুই এমপির প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন-বিগত সময়ে নাঙ্গলকোট এবং সদর দক্ষিণে অনেক মামলা, হামলা, লুটপাট চালিয়েছেন। একটার পর একটা মামলা হয়েছে। উত্তর-দক্ষিণের সাবেক এমপিরা যদি রাজনীতি করতে আসেন, আমাদের সাথে বসতে হবে। আমাদের যা-যা ক্ষতি হয়েছে, কড়া-গন্ডায় হিসাব দিতে হবে।

না হয় তারা রাজনীতি করতে পারবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-আপনাদের মধ্যে ঐক্য দেখতে চাই। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন- আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে এসেছি বলে বিভিন্ন ভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আপনারা এসব অপপ্রচারে কান দিবেন না। ১৯৭৮সাল থেকে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দেয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রশংসিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গারা স্থায়ীভাবে বাংলাদেশের থাকবে না। অতি সহসায় রোহিঙ্গা সমস্যার সমাধান হবে।

উপজেলা আওয়ামীলীগ আহবায়ক রফিকুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও জেলা পি পি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা যুবলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জয়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, আবুল খায়ের আবু, উপাধ্যক্ষ নুরুল্লা মজুমদার প্রমুখ।

The post কুমিল্লায় আইটি পার্ক হবে —লোটাস কামাল appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2icYIoa

October 14, 2017 at 08:15PM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top