কলকাতা, ২৩ অক্টোবরঃ ভগিনী নিবেদিতার লন্ডনের উইম্বল্ডনে পারিবারিক বাসভবনের সামনে ব্লু প্লেক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই তিনি লন্ডন যাচ্ছেন।
উল্লেখ্য, ব্লু প্লেক সাধারণত ঐতিহাসিক চরিত্রদের বাসস্থান ও কর্মস্থলকে চিহ্নিত করতেই বসানো হয়ে থাকে।
ভারতে আসার আগে পর্যন্ত ওই বাড়িতেই থাকতেন নিবেদিতা আগামী ১২ নভেম্বর ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী। উইম্বল্ডনের পারিবারিক বাসভবনেই হবে ওই অনুষ্ঠান। তখনই ব্লু প্লেক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সমাজ সেবায় ভগিনী নিবেদিতার অবদানের কথা মাথায় রেখেই ইংলিশ হেরিটেজ সংস্থা তাঁর বাসভবনের সামনে ব্লু প্লেক বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া ভগিনী নিবেদিতার বাগবাজারের বাড়িটির সংস্কার করে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zuPAOU
October 23, 2017 at 02:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন