উত্সবের মরশুমে উপহার কেন্দ্রের, কমছে জিএসটি

নয়াদিল্লি, ৬ অক্টোবরঃ জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কিছু জিনিসের উপর থেকে কর লাঘবের সিদ্ধান্ত নিল কেন্দ্র।

জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, ২৮টি নিত্যপণ্যের ওপর কমছে জিএসটি। কেন্দ্রের সিদ্ধান্ত, ১০ অক্টোবর থেকে ইনপুট ক্রেডিট ফেরত দেওয়া শুরু হবে। আমদানি-রফতানিতেও কমেছে জিএসটি। শুক্রবার একগুচ্ছ নতুন ঘোষণা করে জিএসটি কাউন্সিল।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসে কমছে জিএসটি?

– এসি রেস্তোরাঁর জিএসটি ১২ শতাংশ করার প্রস্তাব। এসি রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার ক্ষেত্রে বর্তমানে ১৮ শতাংশ হারে জিএসটি লাগু হয়। নয়া হার নিয়ে সিদ্ধান্ত নেবে গ্রুপ অফ মিনিস্টার্স। ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

– কমছে উল, সুতো, পিনের ওপর জিএসটি। লাগু হচ্ছে ৫ শতাংশ জিএসটি।

– হাতে তৈরি জিনিসের ওপর থেকে কমছে জিএসটি। ১২ শতাংশের পরিবর্তে  ৫ শতাংশ হারে নতুন জিএসটি ধার্য হবে।

– খাকরা ও নমকিনের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ।

– জরির কাজের জিনিসের ওপর কমছে জিএসটি।

– আয়ুর্বেদিক ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব।

পাশাপাশি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরে দেড় কোটি টাকা লেনদেন পর্যন্ত প্রতি মাসে জিএসটি রিটার্ন ফাইল করতে হবে না। এখন থেকে তিন মাস অন্তর একবার রিটার্ন ফাইল করলেই চলবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2y62R31

October 06, 2017 at 10:23PM
06 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top