শাহজালাল বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার

সুরমা টাইমস ডেস্ক:: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। উড়োজাহাজটি বুধবার (১১ই অক্টোবর) সকালে ওমানের মাসকাট থেকে আসে। উদ্ধার করা সোনার পরিমাণ ৪ কেজি ৬৪০ গ্রাম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন- ইউএস বাংলা এয়ারলাইনসের নিরাপত্তা দলের দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল ৭টায় মাসকাট থেকে আসা বিএস ৩২২ এর ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় ১১-এ ও ১১-বি আসনের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের নরম ফোম তোলার পর দেখা যায় সেখানে কালো স্কচটেপ মোড়ানো ২টি প্যাকেট পড়ে আছে। পরে এগুলো উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সেগুলো খোলা হয়। তাতে ১০ তোলা ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়।

সাইদুল ইসলাম জানান- উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xzaX04

October 11, 2017 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top