তুফানগঞ্জ মিশন স্কুল থেকে পালিয়ে যাওয়া দুই নাবালক উদ্ধার

তুফানগঞ্জ, ৩০ অক্টোবরঃ তুফানগঞ্জের মিশন স্কুল থেকে পালিয়ে যাওয়া দুই নাবালককে উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে তাদের দু’জনকে সিকিম থেকে তুফানগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এরপর দুই নাবালককে কোচবিহার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে একজনকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অপরজনের পরিবারকে খবর দেওয়া হয়। বর্তমানে ওই নাবালককে কোচবিহার ব্লাইন্ড স্কুলে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১১ তারিখ ওই দুই নাবালক তুফানগঞ্জের একটি মিশন স্কুল থেকে পালিয়ে যায়। তারা দু’জনেই শিলিগুড়ি হয়ে সিকিমের চলে যায়। সিকিমে পৌঁছে তারা একটি হোটেলে কাজ শুরু করে। তুফানগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। তদন্ত শুরু হয়। এরপর গত শনিবার সিকিম পুলিশের হাতে ওই দুই নাবালক ধরা পড়ে। গতকাল তাদের তুফানগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

ওই দুই নাবালকের অভিযোগ, ওই মিশন স্কুলে অত্যাধিক পড়াশুনার চাপ দেওয়া হত। এমনকি তাদেরকে মারধরও করা হত।

সংবাদদাতাঃ রাজীব বসাক



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hoqwCF

October 30, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top