হোমনায় নিজ ফল বাগানে চির শয্যায় এম কে আনোয়ার

হোমনা প্রতিনিধি ● কুমিল্লার হোমনা, তিতাস, মেঘনা উপজেলার জনপ্রিয় পরিচ্ছন্ন রাজনিতিক, সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য কুমিল্লার সূর্য সন্তান এম কে আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার জেলার হোমনায় উপজেলা সদর হাসপাতাল রোডে তার একটি ছিমছাম বাড়ির পূর্ব পাশে আম বাগানে তাকে দাফন করা হয়।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা, নারায়নগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মুসল্লী শরীক হন। এর আগে তিতাস উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আকেটি জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বেলা সাড়ে পাঁচটায় তাকে কবরে শুইয়ে দিয়ে দোয়া-দরুদ পাঠের মাধ্যমে কুমিল্লা-০২ আসনের কিংবদন্তীকে চির বিদায় জানানো হয়।

বুধবার বেলা ১২ টায় ঢাকার বারডেম হাসপাতালের হিমঘর থেকে এম কে আনোয়ারের লাশ একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে আনা হলে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। তাদের আহাজারীতে আকাশ ভারী হয়ে উঠে। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কফিনে ফুল দিয়ে তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানায়। এ সময় লাশের সাথে স্ত্রী, পুত্র, কন্যা ও স্বজনরা আসেন। আগে থেকেই সংসদীয় আসন কুমিল্লা-০২ এর দুই উপজেলার জানাজাস্থলে তার আত্মীয়স্বজন ও দলমত নির্বিশেষে নানা শ্রেণিপেশার হাজার হাজার মানুষ জমায়েত হয়।

আগের দিন মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার কাটাবন মসজিদ প্রাঙ্গণে, বেলা ১২ টায় নয়পল্টনের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এবং দুপুর দেড়টায় সংসদ ভবনের সামনে প্রবীণ এ রাজনিতিকের তিনটিসহ মোট পাঁচটি জানাজা অনুষ্ঠিত হয়।

দুটি জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কেঅ আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, জাতীয় পার্টির হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আ. আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি মো. মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিরাজুর ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সভাপতি কাজী নাজমুস সাদৎ, সাধারণ সম্পাদক কাইমুল হক রিঙ্কু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আধ্যক্ষ আবদুল মজিদ, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলা, উপজেলা বিএনপি সহ সভাপতি মো. ফজলুল হক মোল্লা, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, বিএনপি নেতা আলমগীর সরকার, মো. শাহ আলম, অ্যাডভোকেট মো. আতাউল্লাহ, ইয়া মুছা, রাজু আহমেদ রাজ মিয়া, সাইফুল ইসলাম রাজা, শাহ আলম হিমেল, ইঞ্জি. মনিরুল হক ভূইয়া, সাইজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, তিনি সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটে (মঙ্গলবার, ২৪ আগস্ট ২০১৭খ্রি.) বাধ্যক্যজনিত নানা সমস্যায় ভূগে ইন্তেকাল করেন। তিনি ১৯৩৩ খ্রি. ০১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পর বিএনপির রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে সততা ও নিষ্ঠার সাথে নৌ পরিবহন, বাণিজ্য, শিল্প, দপ্তরবিহীন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সর্বশেষ ২০০১ সালে কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তিনি দলের একজন অন্যতম সহ-সভাপতি ও পরবর্তীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্যপদ লাভ করেন। ওয়ান ইলেভেনের জরুরী সরকার ও বর্তমান সরকারের আমলে কয়েকবার কারাভোগ করেছেন।

ব্যক্তিজীবনে এম কে আনোয়ার স্ত্রী মাহমুদা আনোয়ার (শের-এ বাংলা এ কে ফজলুল হকের অনুসারী ও পাকিস্তান আমলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের মেয়ে), তার দুই ছেলে মাহমুদ আনোয়ার (কাইজার) এমবিএ- একজন সফল ব্যবসায়ী।

ছোটো ছেলে মাসুদ আনোয়ার এমবিএ পাশ করে বর্তমানে আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কর্পোরেট কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন এবং ছোট মেয়ে খাদিজা আনোয়ার একজন সাবেক বিসিএস ক্যাডার, নাত-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

The post হোমনায় নিজ ফল বাগানে চির শয্যায় এম কে আনোয়ার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zOn8sk

October 25, 2017 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top