নিজস্ব প্রতিবেদক ● ভোগান্তি যেন পিছু ছাড়ছেই না কুমিল্লাবাসীর। শহরে প্রবেশের জন্যে যে প্রধান তিনটি সড়ক রয়েছে সবগুলোর এখন বেহাল দশা। টমছম ব্রিজ-কোটবাড়ি সড়কের বলরামপুর থেকে নন্দনপুর, ধর্মপুর-ঝাগুরজুলি বিশ্বরোড সড়কের ধর্মপুর এলাকা এবং শাসনগাছা-আলেখারচর সড়কের দুর্গাপুর এলাকার অবস্থা খুবই নাজুক। অধিক যানবাহনের চাপ আর টানা বৃষ্টিতে পানি জমার কারণে এসব স্থানে বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে সড়কে এ অবস্থা দৃশ্যমান হলেও মেরামতে দৃষ্টি দিচ্ছে না কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টমছম ব্রিজ-কোটবাড়ি সড়কের বলরামপুর থেকে নন্দনপুর অংশ খানাখন্দ আর কাদায় ভরপুর। বলরামপুর দিদার মডেল স্কুল সংলগ্ন সড়ক এবং ধনপুর এনজিও অফিস সংলগ্ন এলাকায় বড় বড় কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এ গর্তে কোনো না কোন যানবাহন আটকে দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে পানি জমে সড়ক কর্দমাক্ত হয়ে উঠে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত রয়েছে যেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। এসব গর্তে পড়ে প্রায়ই যানবাহন আটকে দুর্ঘটনা ঘটছে।
এদিকে ধর্মপুর-ঝাগুরজুলি বিশ্বরোড ও শাসনগাছা সড়কের ধর্মপুর মোড় থেকে বাসস্টেশন পর্যন্ত খানা-খন্দের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধর্মপুর পশ্চিম মোড় থেকে শহরমুখী সড়কের কয়েক মিটার অবস্থা বড়ই নাজুক।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক শাহ আলম জানান, এ সড়ক দিয়ে চলতে গিয়ে আমরা সুস্থ মানুষগুলিই অসুস্থ হয়ে পড়েছি। আর অসুস্থ রোগী যারা চলাচল করে তাদের অবস্থা কেমন হবে একটু ভেবে দেখুন।
অপরদিকে, নগরীর শাসনগাছা এলাকায় রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজের ধীরগতির কারণে নগরীর রেইসকোর্স-শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর কোকাকোলা কোম্পানির পিছনের অংশে কয়েকটি গর্ত সৃষ্টি হয়ে ক্রমেই যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
বাস চালক রফিকুল ইসলাম জানান, নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব সড়ক দিয়ে দিনের পর দিন যাত্রীরা ভোগান্তিতে থাকলেও এ নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন জানান, এ বছর অতিবৃষ্টির কারণে শহরতলীর যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব সড়ক শিগগিরিই মেরামত করা হবে। তবে বৃষ্টি শেষ না হলে এসব সড়ক মেরামত করা সম্ভব হচ্ছে না।
The post কুমিল্লা সিটির তিন সড়কের বেহাল দশা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2xTwGUo
October 01, 2017 at 04:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন