দার্জিলিং, ১৮ অক্টোবরঃ আমি যাতে কোনোভাবেই জনসমক্ষে আসতে না পারি, সেজন্য ষড়যন্ত্র করছে রাজ্য সরকার। বুধবার এক অডিও বার্তায় এই মন্তব্য করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। তিনি বলেন, ‘অতীতে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) আত্মসমর্পণকারী জঙ্গীদের কাছ থেকে পাওয়া অস্ত্রগুলি এখন দেখিয়ে পুলিশ আমার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলছে।’ পাহাড়ে মানুষ যাতে এই ষড়যন্ত্রে পা না দেন সেই আবেদনও জানিয়েছেন বিমল। এর আগে অডিও বার্তা পাঠিয়ে ৩০ অক্টোবর জনসমক্ষে আসার কথা ঘোষণা করলেও এদিন শুধু জানান, শীঘ্রই তিনি জনসমক্ষে ফিরবেন।
বিমলের এই অডিও বার্তা আসার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে ধরতে তল্লাশি অভিযান চালায়। সেই অভিযানে বিমল সহ জিএলপি-র বেশ কয়েকজন জখম হয়েছিলেন বলে অনুমান পুলিশের। পুলিশি অভিযানের পাঁচদিন পর এদিন বিমলের অডিও বার্তা সামনে আসে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gORVNR
October 18, 2017 at 08:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন