গাবতলা মোড়ে শোভবর্ধনের জন্য বাগান তৈরীর অনুমতি চেয়ে সেভ দ্য নেচার’র আবেদন

চাঁপাইনবাবগঞ্জের পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জ’ শহরের শোভাবর্ধনে আরো নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। ‘পথতরু’ কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ে (সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ের দেয়ালঘেষে) প্রায় ১১ ফুট এলাকাজুড়ে ছোট ছোট বৃরে সমন্বয়ে বাগান তৈরীর পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতির জন্য বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা প্রদান করা হয়। পাশাপাশি নিউমার্কেট প্রধান গেট সংলগ্ন প্রাচীন বৃটি সংরণ ও বৃরে চারপাশ সংস্কারেরও আবেদন জানানো হয়। সেভ দ্য নেচারের কো-অডিনেটর রবিউল হাসান ডলার, প্রকৃতি বন্ধু শহীদুল হুদা অলক, এমএ মাহবুব, হাসান আল সাদি পলাশ, ফয়সাল মাহমুদ, মাশরুক উজ্জামান আবেদনগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, কাউন্সিলর আব্দুল বারেক, মইদুল ইসলাম, জিয়াউর রহমান আরমানসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2hPbVU4

October 05, 2017 at 08:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top