জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালিত

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। “পয়: বর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা”, “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” শ্লোগানে এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সুষ্ঠু ও উন্নত স্যানিটেশনের গুরুত্ব এবং স্বাস্থ্য রক্ষায় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল দেখানো ও শেখানো হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2iuOGir

October 23, 2017 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top