দীপাবলিতে পাকিস্তানের জন্য ‘উপহার’ সুষমার

নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ দীপাবলির আগে পাকিস্তানের জন্য উপহার ঘোষণা করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের যে সব নাগরিক এদেশে এসে চিকিৎসা  করাতে চান তাদের মেডিকেল ভিসা দেওয়া হবে বলে জানান বিদেশমন্ত্রী। তবে তার আগে দেখা হবে ভারতে এনে চিকিৎসা করানোর প্রয়োজন সেই সব রোগীদের রয়েছে কি না। বৃহস্পতিবার টুইট করে সুষমা বলেন, ‘দীপাবলির এই শুভ মুহূর্তে যে সব মেডিকেল ভিসার আবেদন  হয়েছে তার মধ্যে যাঁদের সত্যিই প্রয়োজন তাঁদের সবার আবেদন অবিলম্বে মঞ্জুর করা হবে।’

বুধবারই সুষমা এক পাকিস্তানি নাগরিককে ভারতে চিকিৎসা করাতে আসার জন্য ভিসার আবেদন মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে। লিভার ট্রান্সপ্লান্টের পরবর্তী পর্যায়ের চেক-আপের জন্যে ছেলে আবদুল্লাকে নিয়ে ভারতে আসার অনুমতি চেয়ে তিনি বিদেশমন্ত্রীকে টুইট করেছিলেন কাশিফ নামে ওই পাকিস্তানি নাগরিক। কাশিফের টুইটের উত্তরে সুষমা স্বরাজ লেখেন, ‘আপনার সন্তানের চিকিৎসায় কোনো বাধা আসবে না। আমি ভারতীয় হাই কমিশনকে নির্দেশ দিয়েছি আপনার মেডিকেল ভিসা মঞ্জুর করার জন্যে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xSlwR1

October 19, 2017 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top