আবদুর রহমান ● নাঙ্গলকোটে আবদুর রহমান খোকন নামে আওয়ামী লীগের এক কর্মীসহ তাঁর পরিবারের ৬ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ইউনিয়ন যুবলীগের এক সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে কুমিল্লার আদালতের নির্দেশে নাঙ্গলকোট থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করেন। এ মামলার প্রধান আসামী আবু সুফিয়ান জুলিয়াস উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতির পদে রয়েছেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানায়, সম্পত্তি সংক্রান্ত বিরোধসহ নানান ঘটনার জের ধরে গত ৬ অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার ছোট তুবুরিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী আবদুর রহমান ওরফে খোকনের বাড়িতে ৭/৮ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে খোকনের বসত ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। এরপর খোকন, তার স্ত্রী ফরিদা বেগম, ছেলে ইব্রাহিম খলিল, সৌরভ হোসেন, মেয়ে রায়হান আক্তার ও বিজলী বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ওই সন্ত্রাসীরা।
এক পর্যায়ে সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে আবদুর রহমান খোকনের বাম পা ভেঙে ফেলে। পরে ওইদিন রাতে গ্রামের লোকজন ওই আওয়ামী লীগ কর্মীসহ তাঁর পরিবারের সদস্যদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে আওয়ামী লীগ কর্মী আবদুর রহমান খোকনের ছেলে ইব্রাহিম খলিল কুমিল্লার আদালতে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সুফিয়ান জুলিয়াসসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সর্বশেষ গত সোমবার রাতে আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে নাঙ্গলকোট থানা পুলিশ।
মামলার বাদী ইব্রাহিম খলিলের অভিযোগ, যুবলীগ নেতা জুলিয়াসের নেতৃত্বে সন্ত্রাসী বাবলু, কামাল, ইমাম হোসেন চৌধুরি, আবদুল মালেক, হারিছ মিয়া ও আলাউদ্দিন আমাদের পরিবারের উপর এই সন্ত্রাসী হামলা চালিয়েছে। আর এখন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় তারা মামলা প্রত্যাহারের জন্য আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরণের হুমকি দিয়ে যাচ্ছে। তাদের ভয়ে নিজের বাড়িতেও যেতে পারছি না।
তবে এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে যুবলীগ নেতা আবু সুফিয়ান জুলিয়াস বলেন, আমি এবং আমার কর্মীরা এ ঘটনায় কোনভাবেই জড়িত নই। মামলার আসামীদের মধ্যে ইমাম হোসেন চৌধুরি, আবদুল মালেক ও হারিছ মিয়া এ ঘটনা ঘটিয়েছে। এছাড়া আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলা মোটেও সত্য নয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, আদালতের নির্দেশে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
The post নাঙ্গলকোটে যুবলীগ সভাপতিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xMXaZ8
October 18, 2017 at 12:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন