নয়াদিল্লি, ৭ অক্টোবরঃ গতকাল ২৭টি জিনিসের ওপর থেকে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ফলে সস্তা হল সালোয়ার-কামিজ থেকে শুরু করে রুটি-নিমকি। কমল দোকানদার, ছোট ব্যবসায়ীদের হিসেবনিকেশের বোঝা।
দেশের অর্থনীতি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই সমালোচনার ঝড় তীব্র হয়েছে।
আগামী দু মাসের মধ্যে গুজরাতে ভোট। মাঝারি মাপের ব্যবসায়ীরা বিজেপির বরাবরের ভাল ভোট ব্যাংক।
তাই জিএসটি চালুর পর থেকে কর মেটানো, রিটার্ন ফাইলের হিসেবনিকেশ রাখতে ঘাম ছুটছে ব্যবসায়ী, ছোট ও মাঝারি সংস্থার মালিকদের। তাঁদের বোঝা কিছুটা কমাতে প্রতি মাসের বদলে তিন মাসে একবার কর মেটানো ও রিটার্ন ফাইলের বন্দোবস্ত হয়েছে।
এছাড়া ২০১৪-য় নরেন্দ্র মোদিকে মহিলারাও বিপুল হারে ভোট দিয়েছিলেন। তাঁদের মুখে হাসি ফোটাতে সালোয়ার স্যুটে জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ হয়েছে। সুতো, জরির কাজে কর কমার ফলে শাড়ির দামও কমবে।
গরিব, মধ্যবিত্তর কথা ভেবে রুটি-চাপাটি, আইসিডিএস-এ দেওয়া খাবার, ভাজাভুজি-নিমকিতেও জিএসটি-র হার কমানো হয়েছে। রেস্তোরাঁর বিলের খরচ কী ভাবে কমানো যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে গুজরাটের জনপ্রিয় খাবার ‘খাকরা’। খাকড়ার ওপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এনিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সমালোচনার ঝড় উঠছে। পাখির চোখ যে গুজরাতের ভোটই থাকছে, তা স্পষ্ট। তাই ভোটব্যাংক বাড়াতে কেন্দ্র সরকারের এই পদক্ষেপ কিনা তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wCTlkn
October 07, 2017 at 03:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন