আমিই প্রথম ‘মিস বাংলাদেশ’

বিনোদন ডেস্ক ● এবারই  প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তরুণীরা অংশগ্রহণ করেছেন এটা ভুল তথ্য বলে জানালেন ‘মিস বাংলাদেশ’ হয়ে  প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সাথী বিলকিস ইয়াসমিন। তিনি জানান, ‘‘বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে আনিকা তাহের প্রথম অংশগ্রহণ করেন। তবে তিনি লন্ডনে ‘মিস ব্যাঙ্গলী’ হিসেবে জয়লাভ করে তাকে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।’ এরপর আমিই ‘মিস বাংলাদেশ’ হয়ে  প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।’’

সাথীর ভাষ্যমতে, ১৯৯৫ সালে বাংলাদেশে সেই সময় অনেক তরুণীর মধ্যে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয় লাভ করেছিলেন তিনি। সে সময় ‘মিস বাংলাদেশ’কে নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছিলো। বিভিন্ন জাতীয় দৈনিক এবং বিটিভিতে সাথীকে নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রচার হয় বলেও জানিয়েছেন এ সুন্দরী।

তবে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’কে বাংলাদেশের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ বলা হচ্ছে। এ বিষয়টিরই জন্যই তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। সাথী বলেন, ‘বিয়ষটি প্রথম যখন আমার কানে আসে তখন থেকেই বিষয়টি নিয়ে আমার মন খারাপ হয়। একারণেই মন খারাপ হয় যে আমরা অতীতের অনেক কিছু ভুলে যাই। কিন্তু কেন। বাংলাদেশে লিংক প্রমোশনের সার্বিক তত্ত্ববধানে প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আমাকে পাঠানো হয়। সেই সময় আমার সাক্ষাৎকার নিয়েছিলেন অমিতাভ বচ্চন। আমাকে দেখে ভীষণ প্রশংসা করেছিলেন ঐশ্বরিয়া রাই। সৌভাগ্য হয়েছিলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নেলসন ম্যান্ডেলারর সঙ্গে দেখা হওয়ার। সেইসব স্মৃতি মনে হলেও ভীষণ ভালোলাগা ছুঁয়ে যায় মনে এখনো।

উল্লেখ্য, মিস বাংলাদেশ  হবার পর সাথীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র এহতেশাম ও হর পাটনায়েক নির্দেশিত ‘পরদেশী বাবু’। এতে তার বিপরীতে ছিলেন সিদ্ধার্থ। এরপর তিনি কাজী হায়াৎ’র ‘আব্বাজান’, দেলোয়ার জাহান ঝন্টু’র ‘বীর সৈনিক’, হারুনুজ্জামানের ‘অন্যায়ের প্রতিশোধ’, পিএ কাজলের ‘বড় মালিক’ চলচ্চিত্রে অভিনয় করেন। ‘বীর সৈনিক’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এনামুল করিম নির্ঝরের  ‌’আহা’ সিনমোয় অভিনয় করেছিলেন তিনি।  এরপরই মিডিয়া থেকে আড়ালে জীবন যাপন করছেন।  তবে সাম্প্রতিক সময়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা বিষয়ে কিছু বলার জন্য দীর্ঘদিন পর তিনি আবারো মিডিয়ার মুখোমুখি হলেন।

The post আমিই প্রথম ‘মিস বাংলাদেশ’ appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xVTiDz

October 03, 2017 at 09:31PM
03 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top