গ্রীনভিউ স্কুলে সততা স্টোর ও সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারিত  কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।  সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ সততা স্টোরের কার্যক্রম চালু করা হয়।  এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও কালেক্টরেট গ্রীন ভিউ ট্রাস্টের সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফতাব আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রোকসানা আহমদ। এর আগে শিক্ষাদেরকে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2iwIBBR

October 23, 2017 at 05:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top