মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে ইতিমধ্যে ৬ লাখের উর্ধে মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে। এরা মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিম। তাদের নিয়েই ছবি করতে যাচ্ছেন পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম রোহিঙ্গা। একজন সাহসী সাংবাদিকের চোখ দিয়ে ছবিতে রোহিঙ্গাদের জীবন তুলে ধরা হবে। এই সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন অধরা খান। ঢালিউডের এই নবাগতা নায়িকা রোহিঙ্গা ছবি নিয়ে বেশ উত্তেজিত। এ ব্যাপারে স্থানীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রী অধরা জানিয়েছেন, আমার মনে হচ্ছে এই ছবির মাধ্যমে রোহিঙ্গাদের সংকটকে ভালো করে তুলে ধরা যাবে। এখন যেভাবে আমাদের দেশে এসে তারা আশ্রয় নিয়েছে, সেভাবে ৭১ সালে আমাদের দেশের মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। রোহিঙ্গা ছবিতে কোনো নায়ক নেই। অধরা জানান, গল্পটাই ছবির নায়ক। এখানে রোহিঙ্গাদের জীবন কাহিনীকেই প্রাধান্য দিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের সেনাচৌকিতে হামলা চালায় রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠীরা। এর পরই রাখাইন প্রদেশে শুরু হয় সেনা অভিযান। আর এ অভিযান চলাকালে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন থেকে বাঁচতে প্রাণভয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। জাতিসংঘের দেওয়া হিসাব মতে, দেশটির সেনাবাহিনীর ও বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে ৬ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তথ্যসূত্র: কালেরকণ্ঠ আরএস/১০:৩০/২২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yZwlki
October 22, 2017 at 07:01PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন