শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ উত্তরকন্যায় ১২ সেপ্টেম্বরের বৈঠকে পৌঁছনোর আগেই খুন হয়ে যেতে পারতেন গোর্খা লিগের সভানেত্রী ভারতী তামাং। এবিজিএল-এর সাধারণ সম্পাদক প্রতাপ খাতির বিরুদ্ধে মা ভারতী তামাংকে খুনের চক্রান্ত করার অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা সংযোগ তামাং। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সংযোগ বলেন, ১২ অক্টোবর উত্তরকন্যায় ডাকা সাংবাদিক বৈঠকে যাওয়ার সময় ভারতী তামাংয়ের গাড়িতে হামলার নির্দেশ দিয়েছিলেন প্রতাপ। একটি অডিও টেপ সাংবাদিকদের দেন সংযোগ। তাতে স্পষ্ট শোনা যায়, প্রতাপ খাতি ফোনে কাউকে নির্দেশ দিচ্ছেন দলের সভানেত্রী ভারতী তামাং ও সহ সভাপতি লক্ষ্মণ প্রধানরা যখন বৈঠকে যাবেন তখন রাস্তাতেই যেন তাঁদের গাড়িতে হামলা করো।
সংযোগ বলেন, একজন মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে কেন একটি রাজনৈতিক দল কেন অংশ নেবে না ? এবিজিএল-এর মতো পার্টিতে সভানেত্রীই শেষ কথা। আমি নিজে তৃণমূল কংগ্রেস করি। কিন্তু পার্টি নয়, আমি ছেলে হিসাবেই মা ভারতী তামাংয়ের হয়ে কথা বলছি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gbFEpG
October 12, 2017 at 03:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন