মাদকমুক্ত করতে নগরীর কাষ্টঘরে সপ্তাহব্যাপী অভিযানে নেমেছে পুলিশ

নগরীর কাষ্টঘর এলাকায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু করে পুলিশ। আগামী এক সপ্তাহ এ অভিযান চলবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের কর্মকর্তা।

এদিকে, পুলিশের এই অভিযানের ফলে কাষ্টঘর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ারও গুজব ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

নগরীর কাস্টঘরে হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের কলোনী রয়েছে। ওই কলোনীকে ঘিরে ওই এলাকায় মাদকের কেনাবেচা চলার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুছা অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাষ্টঘর এলাকায় মাদক কেনাবেচা হয় এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে। মাদক কেনাবেচার সাথে জড়িত কেউ যাতে পালাতে না পারে এ জন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে উপস্থিত রয়েছেন।

মাদক নির্মুলের লক্ষ্যে পরিচালিত এ অভিযান এক সপ্তাহ চলবে বলে জানান তিনি। প্রয়োজনে তা বাড়ানো হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xPWC3D

October 04, 2017 at 09:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top