বিশ্বনাথ ( সিলেট) প্রতিনিধি :: জাতীয় পরিচয়পত্র প্রদানে বিভিন্ন হারে উৎকোচ নেয়ার অভিযোগ উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ইকবাল হোসেন’র বিরুদ্ধে। জাতীয় পরিচয় পত্র নিতে আসা লোকদের হরেক জটিলতা দেখিয়ে টাকা নেন ইকবাল গংরা। আবার টাকা পেলে সহজেই পরিচয়পত্র দিয়ে দিচ্ছেন তারা।
জানা গেছে, মঙ্গলবার বিকালে নিজ জাতীয় পরিচয়পত্র নিতে উপজেলা নির্বাচন অফিসে আসেন দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের আনোয়ার হুসেনের ছেলে জুবায়ের আহমেদ শাকিল। এসময় অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ইকবাল হোসেন পরিচয়পত্র পাওয়ার বিভিন্ন জটিলতা দেখিয়ে সাত হাজার টাকা দাবী করেন। এ টাকায় নির্দিষ্ট সময়ের ভেতরে তাকে পরিচয়পত্র দেয়া হবে বলেও জানান তিনি। এক পর্যায়ে পাঁচ হাজার টাকায় তিনি শাকিলকে রাজি করিয়ে নিজের বিকাশ নাম্বার (০১৭১২ ০৯০৮০৩) তার হাতে ধরিয়ে দেন। শাকিল বিষয়টি সংবাদকর্মীদের জানালে, পরিচয় গোপন রেখে ইকবাল’র সাথে ওই নাম্বারে যোগাযোগ করা হয়। আলাপকালে ইকবাল বলেন, হ্যাঁ তাকে জাতীয় পরিচয়পত্রের জন্যে (শাকিলকে) ওই নাম্বারে বিকাশ করতে বলেছি। পরে সংবাদকর্মী পরিচয় দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
শাকিল জানান, ‘২০১৫ সালের অক্টোবর মাসে দশঘর ইউনিয়ন নিবন্ধন কেন্দ্রে আমি নিবন্ধিত হয়েছি। আমার সাথের অনেকেই ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র এখান থেকেই পেয়েছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, আমি অফিসের কাজে বাহিরে ছিলাম। বিষয়টি আমার জানা নেই।
এব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, অভিযোগ শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2y0uSqG
October 07, 2017 at 12:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন