কলকাতা,২৫ অক্টোবর- ভারতে অনুষ্ঠিত ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের উত্তেজনাকর সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ইংল্যান্ড। স্টাইকার হ্রিয়ান ব্রেওস্টারের হ্যাটট্রিকে সেলেসাওদের ৩-১ গোলে হারিয়েছে ইংলিশরা। বুধবার (২৫ অক্টোবর) বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন মাঠে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই দারুণ আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। একের পর এক আক্রমণের ফলস্বরূপ মাত্র ১০ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন ব্রেওস্টার। তবে সেই গোল উদযাপন বেশিক্ষণ ধরে রাখতে পারেননি ইংলিশরা। ডিফেন্ডার ওয়েসলির দুর্দান্ত নৈপুণ্যে ২০ মিনিটের মাথায় সমতায় ফিরে ব্রাজিল। নিজের জোড়া গোল পূর্ণ করে ৩৯ মিনিটে ব্রাজিলকে আরও একবার চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্রেওস্টার। ২-১ গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণে শাণ দেয় ব্রাজিল। বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু সেই প্রয়াসগুলো গোল পোস্টের দেখা পায়নি। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে স্মিথ রোয়ের সেন্টার থেকে বাড়ানো বলে ব্রেওস্টার হ্যাটট্রিক পূর্ণ করলে ফাইনালের পথ অনেকটাই নিশ্চিত হয় ইংলিশদের। আসরে ৭ গোল করে ব্রেওস্টার এখনও সর্বোচ্চ গোলদাতা। এদিকে একই দিন রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ে ড. ডি পাতিল স্টেডিয়ামে টুর্নামেন্টের অপর সেমি ফাইনালে মাঠে নামছে মালি ও স্পেন। আগামী ২৮ অক্টোবর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শিরোপা যুদ্ধে নামবে মালি ও স্পেনের মধ্যকার বিজয়ী দল। সূত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৯:৩৫/২৫অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2haiIoe
October 26, 2017 at 03:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন