নগরীতে দুই দিনে ৮৩টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরে শব্দ সন্ত্রাসীদের (মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী) বিরুদ্ধে অভিযানে নেমেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বুধবার-বৃহস্পতিবার দুই দিনের অভিযানে পরিবেশ ও শব্দ দূষণকারি প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়।
সে সাথে অত্যাধিক শব্দ দূষণকারী ৮৩টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদন আল মূসা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের নাইওরপুল পয়েন্ট ,সুবিদবাজার পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্তর, বন্দরবাজার পয়েন্ট এ ট্রাফিক পুলিশের টি,আই ও সার্জেন্টগন অভিযান পরিচালনা করে ৪৭টি মোটরসাইকেল ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই সাথে প্রায় শতাধিক মোটরসাইকেল থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়।

বৃহস্পতিবার আবারও সকাল থেকে অভিযান চালিয়ে ৩৬টি মোটরসাইকেল মালিককে মোটরযান আইনে মামলা দেওয়া হয়।
অভিযানে সার্বিক নেতৃত্বে থাকা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা জানান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার নির্দেশে এ অভিযান পরিচালিত হচ্ছে। নগরে অতিরিক্ত মাত্রার শব্দ দূষণ রোধ করতে আরও কয়েকদিন এ অভিযান চলবে বলেও জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y2773h

October 05, 2017 at 08:29PM
05 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top