কর্ণাটকে বিধায়কদের সোনার বিস্কুট

বেঙ্গালুরু, ১৬ অক্টোবরঃ ২৫ এবং ২৬ অক্টোবর কর্ণাটক বিধানসভার ৬০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৬০ পূর্তি উপলক্ষ্যে বিধায়কদের সোনার বিস্কুট উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের কংগ্রেস সরকার। বিরোধিদের অভিযোগ, যেখানে খারাপ রাস্তার জন্য দিনে দিনে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেরাজ্যে কি এই বৈভব মানায়!

এই অনুষ্ঠানটির জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বিধায়কদের যে সোনার বিস্কুটটি দেওয়ার হবে সেটির ওজন ১৩ গ্রাম। এছাড়াও রাজ্য সচিবালয়ের প্রত্যেকর্মীকে একটি করে রুপোর প্লেট উপহার দেওয়া হবে। সচিবালয়ে রয়েছে মোট ৫ হাজার কর্মী। সকলেই পাবেন এই রুপোর প্লেট পাবেন বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2wZo0J2

October 16, 2017 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top