টাকার দাবিতে আক্রান্ত গৃহবধূ, অভিযুক্ত স্বামী

মোথাবাড়ি, ৮ অক্টোবরঃ টাকার দাবিতে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর নাম কেয়া দাস (৩১)। অভিযুক্ত স্বামীর নাম দেবু দাস। নিগৃহীত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল রাতে মোথাবাড়ির বাজারপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গত কয়েক বছর থেকে সংসারে আর্থিক অনটনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত বলে খবর। অভিযোগ, দেবু মাঝেমধ্যেই স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। কেয়া তার কথা না শুনলেই মদ্যপান করে দেবু স্ত্রীর ওপর অত্যাচার করত। কেয়ার উপর অত্যাচার দিন দিন বাড়তে থাকে। শুধু স্বামীই নয়, শ্বশুরবাড়ির বাকি সদস্যরাও কেয়ার সঙ্গে দুর্ব্যবহার করত। গতকাল রাতে দেবুর অত্যাচার চরমে ওঠে। মদ্যপ অবস্থায় ঘর বন্ধ করে দেবু লোহার রড দিয়ে কেয়াকে মারতে থাকে। সেইসময় শ্বশুরবাড়ির লোকেরা না এগিয়ে এলেও প্রতিবেশী এক সমাজসেবী নাজিমা খাতুন এগিয়ে আসেন। নাজিমা কেয়াকে প্রথমে বাঙ্গীটোলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।

মোথাবাড়ি থানার ওসি রামপ্রসাদ চাকলাদার বলেন, ‘ফোনে অভিযোগ পেয়েছি। এখনো লিখিত অভিযোগ না হলেও পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা পলাতক। লিখিত অভিযোগ হলেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।’

সংবাদদাতাঃ তনয় মিশ্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yyFHU6

October 08, 2017 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top