নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় গ্রামে দু’পক্ষের সংঘর্ষের জের ধরে রোববার দুপুরে দুটি কালি মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুর ও গোবিন্দপুর গ্রামের দুই যুবকের সাথে দূর্গাপূজার সময় ঝগড়া হয়।
রোববার সকালে স্থানীয় গোবিন্দপুর বাজারে পূর্বের বিরোধের জের ধরে পীরযাত্রাপুর গ্রামের অপু চন্দ্র বর্মণ (৩০) নামের এক ছেলেকে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। বিষয়টি তাৎক্ষণিক বাজারের লোকজন বসে সমঝোতা করে দেয়।
পরবর্তীতে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় গোবিন্দপুর গ্রামের রবিউল, সফিউল, সুমন, আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল পীরযাত্রাপুর গ্রামে গিয়ে হামলা চালায়।
এসময় পীরযাত্রাপুর গ্রামের ঝালু’র বাড়ির দু’টি কালি মূর্তি ভাংচুর করা হয়।
খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
The post কুমিল্লায় দুই গ্রামের সংঘর্ষের জের ধরে মূর্তি ভাংচুর appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2xe6H74
October 22, 2017 at 08:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন