কুমিল্লা মহানগর জামায়াতের আমীরসহ আটক ১১

মানিক দাস, চাঁদপুর থেকে ● চাঁদপুর শহরের নতুন আলিম পাড়া প্রতাপসাহা রোডের একটি ভবনে গোপন বৈঠক থেকে ৭ মহিলাসহ ১১ জামায়াত নেতা-কর্মীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। সোমবার বেলা ১১ টায় প্রতাপসাহা রোডের ৪১৫নং হোল্ডিং এর ৪ তলা ভবনের দ্বিতীয় তলার বাড়ির মালিক আল-আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ হোসেনের কক্ষে নারী ও পুরুষ জামায়াত নেতা-কর্মীরা বৈঠকে বসছিলেন।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি জানায়, নতুন আলিম পাড়া ওই ভবনের মালিক মোহাম্মদ হোসাইন। তিনিও জামায়াত নেতা এবং শহরের আল-আমিন একাডেমী স্কুল এ- কলেজের শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই, ওই ভবনে জামাদের বৃহত্তর কুমিল্লা অঞ্চলের গোপন বৈঠক চলছিল। এই সংবাদের প্রেকিক্ষতে আমরা ওই ভবনটিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ জামায়াতের ১১জন সক্রিয় সদস্যকে তাদের সাংগঠনিক বেশ কিছু পুস্তিকা সহ আটক করা হয়েছে।

আটকরা হচ্ছেন: কুমিল্লা রেসকোর্স এলাকার হিজর আলীর ছেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ (৫০), চাঁদপুরের কচুয়া উপজেলার বিতাড়া গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মাসুদুল ইসলাম (৩৬), বাড়ির মালিক ও আল-আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং জামায়াতের সদস্য মোহাম্মদ হোসাইন (৫৭), চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী (৫৫)।

মহিলা জামায়াতের কর্মীরা হচ্ছেন: চাঁদপুর জেলা মহিলা জামায়াতের রোকন ও আল-আমিন ছাত্রী শাখার অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা (৪৫), কুলসুমা আক্তার (৪০), ফারহানা আক্তার (৩৫), তাছলিমা বেগম (৩৭), শাহীনা আক্তার (৪৭), মনোয়ারা বেগম (৫৫) ও তাহমিনা খাতুন (৩১)। পুলিশ মহিলা জামায়াত কর্মীদের নাম দিলেও ঠিকানা দেননি।

চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বৈঠক থেকে আটক করা হয়। তাদের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। ওই বৈঠক থেকে জামায়াতের সাংগঠনিক কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই বাচাই শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post কুমিল্লা মহানগর জামায়াতের আমীরসহ আটক ১১ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2hZHFSD

October 23, 2017 at 06:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top