দিনহাটা, ২৬ অক্টোবরঃ পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক সহ আরও দুজন। বৃহস্পতিবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার রথবাড়ি এলাকার দিনহাটা-গোসানিমারি প্রধান সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিনহাটার দিকে যাওয়া মালবোঝাই একটি ভুটভুটিকে পেছন থেকে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি। ধাক্কা খেয়ে ভুটভুটিটি উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। জখম হন ভুটভুটির চালক সহ দুজন পথচারী।
গুরুতর জখম পথচারীর নাম রমজান আলি (১৮)। গাড়িটির চালক সফি মিঞা (৩৯)। তবে আহত শিশুটির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দমকল বাহিনী আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা না থাকায় এই সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। ম্যাজিক গাড়িটি ও গাড়ির চালক দূর্ঘটনার পর পলাতক। খোঁজ চলছে চালকের। তদন্তে পুলিশ।
সংবাদদাতাঃ পার্থ সারথী রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i69itf
October 26, 2017 at 04:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন